একটি সমাজ এবং সেই সমাজের মানুষদের হাতে গড়া কিছু নীতিহীন, অযৌক্তিক নিয়ম কীভাবে একই সমাজেরই মানুষকে ছিন্নভিন্ন করে, এই উপন্যাস “সৌমিত্রা” তার নির্মম উদাহরণ। পচে যাওয়া, গলা ধরা সংস্কারের জালে মানুষ যখন আটকে যায়, তখন কেমন করে তারা নিজেদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে হিংস্র জানোয়ারে রূপান্তরিত হয়, এই কাহিনি তারই জীবন্ত নিদর্শন। মানুষের হৃদয় কতটা পাষাণ হতে পারে, তাদের মানসিকতার তলদেশ কতটা গভীর অন্ধকারে নেমে যেতে পারে—“সৌমিত্রা” সেই ভয়াল সত্যকে ভেদ করে তুলে ধরে। এই উপন্যাস যেন আমাদের সামনে এক আয়না, যেখানে আমরা দেখতে পাই, সমাজের তৈরি মিথ্যা গৌরবের আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুরতা, অবিচার আর অমানবিকতার নগ্ন রূপ।