আমাদের দেশে LGBTQ নিয়ে অনেক সমালোচনা রয়েছে।সাহস করে গল্পটা দিলাম জানিনা সবাই কিভাবে গ্রহন করবে।তবে আমি আমার গল্পে যে বিষয়টা বোঝাতে চেয়েছি তা হলো সমপ্রেম মানেই শারীরিক চাহিদা নয়। গল্পটি আমি অনেক আগে লিখেছি তাই বানান ও ব্যাকরনে অনেক ভুল রয়েছে তার জন্য আমি দুঃখিত।আমি অনুরোধ করব যাদের এই LGBTQ নিয়ে সমস্যা রয়েছে তারা গল্পটি এড়িয়ে চলুন ধন্যবাদ।