"কিশোর কিশোরীদের গল্পে গল্পে হাদিস" — ধর্মীয় শিক্ষার এক কোমল পাঠশালা। এখানে কোনো কঠিন ভাষা নেই, নেই জটিল ব্যাখ্যা। আছে ছোট ছোট গল্প, আর প্রতিটি গল্পের ভেতর লুকানো হাদিসের মর্মার্থ। ফাহাদের একটু দুষ্টুমি, ফারিহার ধৈর্য, রাহাতের লাজুক স্বভাব কিংবা মাহিমের সন্তুষ্ট মুখ—সব চরিত্র যেন জীবনের পরিচিত মুখ, আর তাদের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয়—হাদিস শুধু বইয়ের পাতায় নয়, আমাদের প্রতিদিনের জীবনের সাথেই জড়িয়ে আছে। এই বই পড়লে কিশোর-কিশোরীরা ধর্মকে ভয় নয়, ভালোবাসতে শিখবে। বুঝবে—ভালোবাসা, সততা, সহনশীলতা আর করুণা—এসবই তো হাদিসের আসল শিক্ষা। ১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য বইটি হতে পারে এক প্রিয় সঙ্গী, যার প্রতিটি পাতা ছুঁয়ে যাবে হৃদয়, রেখে যাবে নরম এক আলো।