"অন্তিম" — ভালোবাসা, মৃত্যু আর রহস্যের অদ্ভুত এক ত্রিভুজ। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ফিদায়ী, তার দুই মেয়ে নীলা ও নীতু, আর হঠাৎ করেই তাদের জীবনে ঢুকে পড়া এক তরুণ—মারুফ। ছেলেটার চোখে অদ্ভুত এক শূন্যতা, কথায় বারবার মৃত্যুর ইঙ্গিত। কে এই মারুফ? কোথা থেকে এসেছে? আর কেনই বা তার উপস্থিতি ফিদায়ী পরিবারের প্রতিটি সম্পর্ককে নাড়া দিয়ে যায়? এই উপন্যাসে প্রেম কেবল মিষ্টি কথার খেলা নয়—এখানে প্রেম মানে ভয়, টান আর অজানার হাতছানি। প্রতিটি ভালোবাসা যেন এক পা সামনে, আর এক পা অন্ধকারে। "অন্তিম" এমন এক গল্প, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করি—ভালোবাসা কি শেষ পর্যন্ত সব কিছুর জবাব দিতে পারে?