"আমি তালাক চাই।" বাসর ঘরে প্রবেশ করতে বউয়ের মুখে এমন একটা অনাকাঙ্ক্ষিত কথা শুনে থমকে দাঁড়ায় সেহেরাজ। যেন বিশ্বাস করতে পারছে না সে নিজের কানকে। সেহেরাজের হাত শক্ত মুঠোয় পরিণত হয়। সেহেরাজের গভীর চাহনি তার সদ্য বিবাহিত স্ত্রীর দিকে স্থির। ঘোমটা টানা ইনান সেহেরাজের এমন চাহনি দেখে মাথা নামিয়ে নেয়। সেহেরাজ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, "কি বলছিস এগুলো? ইয়ার্কি করছিস?" সেহেরাজের গম্ভীর কণ্ঠ শুনে ইনানের বুকটা ধকধক করছে। তবুও ইনান একটা নিশ্বাস টেনে নেয় বুকের মাঝে। এরপর ঝরঝর কণ্ঠে বলে ওঠে, “তালাক চাই আমার। এই বিয়েটা আমি মানি না। আমাকে এক্ষুনি এসব থেকে মুক্তি…” পুরো কথাটা শেষ হওয়ার আগেই ইনানের গালে পড়ে একটা থাপ্পড়। যেটার প্রভাব ইনানকে বিছনায় ফেলে দেয়। ইনানের চোখ জোড়া রক্তিম হয়ে ছিল, এবার সেখান দিয়ে পানির স্রোত বয়ে চলেছে। সেহেরাজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার অতিরিক্ত রাগ হচ্ছে এই মুহূর্তে। “তুই এসব এখন কেন বলছিস? বিয়ে করার আগে কেন থামাসনি বিয়েটা?”