রাষ্ট্র শক্তিশালী না হলে সমাজ বিশৃঙ্খল হয়ে পড়ে, আবার রাষ্ট্র অতিশক্তিমান হলে সমাজের কণ্ঠস্বর পিষে ফেলে। এই দুই বিপদের মাঝখানে একটি সূক্ষ্ম পথ রয়েছে, যা রাষ্ট্র ও সমাজের ভারসাম্য রক্ষা করে। "দ্য ন্যারো করিডোর" বইটিতে ড্যারন অ্যাসেমগলু ও জেমস এ. রবিনসন ইতিহাসের গভীরে নিয়ে যান, যেখানে প্রাচীন সুমের থেকে আধুনিক আমেরিকা, ভারত ও লাতিন আমেরিকার গল্প উঠে আসে। তাঁরা দেখান যে স্বাধীনতা এককালীন প্রাপ্তি নয়, বরং রাষ্ট্র ও জনগণের মধ্যে টানাপোড়েনের ফল। এই গ্রন্থ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্মিলনে গড়ে ওঠা একটি গভীর বিশ্লেষণ, যা ভবিষ্যতের পথনির্দেশও করে।