'মানুষের চোখের মধ্যেই লুকায়িত তার সমস্ত সৌন্দর্য। এই চোখে থাকে সম্মোহনের ক্ষমতা। থাকে কাউকে আকৃষ্ট করার অদৃশ্য শক্তি — যেমনটা আছে স্রোতের মধ্যে! তার সমুদ্রের ন্যায় অতলস্পর্শী গভীর নীলাভ চোখের মায়ায় মত্ত হয়ে উঠেছে এক যুবক। অথচ প্রেম-ভালোবাসা প্রতি যুবকটির আকাশছোঁয়া ঘৃণা! কিন্তু স্রোত নামক উড়নচণ্ডী মানবীর হঠাৎ আগমনে বদলে গেছে তার জীবন! মেয়েটির নীলাভ চোখের মায়ায় আটকে গেছে সে। মনে মনে তাকে নাম দিয়েছে নীলাম্বরী। নীলাম্বরীর নীল চোখের দিকে তাকালে মানবটি প্রেমে পড়ে শতোবার! কিন্তু অদৃশ্য কোনো যন্ত্রণায়, অজানা এক ভয়ের টানে বারবার সে ফিরে আসে পিছনে। উন্মোচিত হয় তার অন্তরের অন্ধকার, ভয়ংকর সত্তা! 'নীলাম্বরী কি পারবে কঠোর মানবটিকে পরিবর্তন করতে? পারবে কি তার হৃদয়ে ভালোবাসার ফুল ফুটাতে?'