মানব জাতিকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে মহান আল্লাহ সুবহানাতায়ালা আল কুরআনের বিভিন্ন অংশে নবী রাসূলগণের জীবন কাহিনীর অবতারণা করেছেন। আল কুরআনের বর্ণনা সংক্ষেপ হওয়ায়, বিভিন্ন তাফসীর ও হাদিস গ্রন্থে এর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাতায়ালা মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে বিশ্বের বুকে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন, যার মধ্যে মাত্র ২৫ জন নবী রাসুলের কথা আল কুরআনে উল্লেখ আছে। অন্যান্য নবীদের কথা হাদীস শরীফের কিছু কিছু বর্ণনা সূত্রে পাওয়া যায়। মুমিন মুসলমানদের একান্ত আগ্রহ নবী রাসূলগণের জীবনী জানা, যা প্রত্যেক মুসলমানের জীবনে বিশেষ কল্যাণ বয়ে আনে, যদি তা অনুসরণ ও অনুকরণ করা হয়।