মুমিন মুসলমানদের একান্ত আগ্রহ নবী রাসূলগণের জীবনী জানা। এইসব নবী রাসূলদের জীবনী প্রত্যেক মুসলমানের সামগ্রিক জীবনেই বিশেষ কল্যাণ বয়ে আনে, যদি তা অনুসরণ ও অনুকরণ করা হয়। বাংলাদেশের স্বনামধন্য অনেক লেখক আল কোরআন ও হাদিস, বিভিন্ন তাফসীর থেকে, বিভিন্ন বর্ণনার সূত্র থেকে সংকলিত বাংলা সাহিত্যে বা বিভিন্ন গ্রন্থে এ সকল নবী রাসূলদের জীবন কাহিনী ছড়িয়ে আছে, যা মানুষ জেনে বিশেষ উপকৃত হয়। এই সকল নবী-রাসূলগণ সৎ চরিত্রের ধারক ও বাহক এবং তাঁরা চরিত্র মাধুর্যে সারা পৃথিবীর সকল মানবজাতির শীর্ষে। তাছাড়া ইসলামে নবী রাসূলগণের নিষ্পাপতার উপর বিশ্বাস না থাকলে মহামূল্যবান ঈমানই থাকবে না।