কিছু কিংবদন্তি শুধু গল্প নয়, অতল জলের মতো সত্যি। কিছু বিশ্বাসঘাতকতা শুধু বন্ধুত্বই ভাঙে না, খুলে দেয় দুই জগতের মাঝখানের গোপন দরজা। দরিদ্র কাঠুরে জামশিদের জীবনও হয়তো সাধারণভাবেই কেটে যেতো, যদি না তার লোভী বন্ধুরা তাকে এক প্রাচীন, অন্ধকার কুয়ার গভীরে ফেলে রেখে আসতো। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে খুঁজে পেয়েছিলো এক অচেনা পথের সন্ধান এমন এক পথ যা তাকে নিয়ে যায় পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা এক মায়াবী জগতে। হাজারো সাপের নিস্তব্ধ প্রহরায় সে মুখোমুখি হয় পাতালপুরীর রহস্যময়ী রানী শাহমেরানের।যিনি অপরূপ সুন্দরী, প্রজ্ঞাময়ী, যার কোমর থেকে নিচ পর্যন্ত সাপের মতো। শাহমেরান তাকে আশ্রয় দেন, শেখান মহাবিশ্বের সেই সব গোপন জ্ঞান, যা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু সেই জ্ঞানের মূল্য চুকাতে গিয়ে জামশিদ কি হারিয়ে ফেলে তার মানবসত্তা? বহু বছর পর, মানুষের জগতে ফিরে এসে সে পড়ে এক ভয়ংকর ফাঁদে। একদিকে এক রানীর কাছে করা প্রতিজ্ঞা, অন্যদিকে এক অসুস্থ সুলতান আর তার ধূর্ত উজিরের পাতা মরণখেলা। জামশিদকে বেছে নিতে হবে একটি পথ। কিন্তু সে জানে না, তার প্রতিটি পদক্ষেপেই লেখা হচ্ছে এক ভয়ংকর নিয়তি। বিশ্বাসঘাতকতার শেষ কোথায়? আত্মত্যাগের আড়ালে কি লুকিয়ে থাকে কোনো অকল্পনীয় প্রতিশোধ? আর সবচেয়ে বড় প্রশ্ন যেদিন সর্পেরা জানবে তাদের রানীর আসল সত্য, সেদিন মানবজাতির ভাগ্যে কী লেখা আছে? "শাহমেরান" এর উপাখ্যান শুধু এক লোককথা নয়, এ এক মহাকাব্যিক বিশ্বাস, প্রজ্ঞা আর সেই অদৃশ্য চুক্তির গল্প, যা মানুষ আর প্রকৃতির ভাগ্যকে এক সুতোয় বেঁধে রেখেছে।