অন্ধকার যখন ধর্মের আলোকে ঢেকে দেয়, তখন জন্ম নেয় অন্ধবিশ্বাস। এই বইয়ে আপনি পাবেন— • ঘরের দেয়ালে উলু দিলে বিয়ে ভেঙে যায় কেন? • নবজাতককে বৃষ্টিতে ভেজালে কী ভয় হয়? • কবর, তাবিজ, মিলাদ, পীর, পূজা—আসলে কোনটা ধর্ম, আর কোনটা ব্যবসা? • জাতপাত, সতীদাহ, মূর্তিপূজা, মাজারভক্তি—কোনটা কুসংস্কার আর কোনটা ইতিহাসের ভুল ব্যাখ্যা? "অন্ধবিশ্বাসের অন্ধগলি" হল সেই দর্পণ, যেখানে সমাজ তার কদর্য মুখ দেখতে বাধ্য হয়। যুক্তি, সাহস ও সত্য দিয়ে নির্মিত এই সংকলনটি শুধু পাঠ্য নয়—পাঠান্তর। কুসংস্কার—যা যুগ যুগ ধরে মানুষের বিবেককে বন্দি করে রেখেছে অন্ধকারের গহ্বরে। এটি কখনও ধর্মের নামে, কখনও সংস্কারের আড়ালে, আবার কখনও সমাজপতিদের স্বার্থসিদ্ধির মোড়কে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করেছে। "অন্ধবিশ্বাসের অন্ধগলি" একটি সচেতনতামূলক গল্পসংকলন, যেখানে বাংলাদেশের নানান অঞ্চলে ছড়িয়ে থাকা ৬৩টি কুসংস্কার, কুপ্রথা ও ধর্মীয় গোড়ামির বাস্তবচিত্র ফুটে উঠেছে। প্রতিটি গল্পের পেছনে রয়েছে একটি জীবন, একটি ট্র্যাজেডি, একটি ভয়ঙ্কর শিক্ষণীয় উপলব্ধি। এই গ্রন্থ কেবল গল্পের মধ্য দিয়ে পাঠককে বিনোদন দেবে না, বরং যুক্তি, বিবেক এবং আলোচনার মাধ্যমে সমাজে আলো ছড়ানোর এক সাহসী প্রচেষ্টা হিসেবেই আত্মপ্রকাশ করবে।