তার নাম মেজর তানজীব সারোয়ার। যার ইউনিফর্মের প্রতিটি ভাঁজে ভাঁজে গেঁড়ে আছে নিষ্ঠায় মোড়ানো শপথ আর অটল দায়িত্ববোধ। যিনি, যার নাম সূর্যের মতো জ্বলে আছে স্বমহিমায়। বিপরীতে মায়িরা তানজুম রীতিমতো অবলা। পলকা শরীরের গোবেচারা এক মেয়ে মানুষ। এই দু’জন, তবুও জীবনে দু’জনকে দাবি করে বসেছিল। প্রকৃতির বাঁধাধরা ছলনায় বশ হয়ে চেয়ে বসেছিল একে অপরকে। কচুরিপানার মতো গাঙের জলে ভাসতে থাকা অবুঝ মায়িরার খুব সাধ ছিল কট্টর এই মানুষটার ঘর করবে একদিন। কিন্তু একদিন, হঠাৎ বৈরী হাওয়ার প্ররোচনায় মায়িরা গুটিয়ে নিয়েছিল নিজেকে নিজের চাহিদা থেকে। সবিনয়ে ফিরিয়ে দিয়েছিল তার কাঙ্ক্ষিত পুরুষটিকে। কিন্তু কেবল আগমনী সময় জানে। মায়িরার ইচ্ছে কবুল করেনি তার প্রেমিক পুরুষ। যতটা অস্থির হয়ে মায়িরা উপেক্ষা করে এসেছে ঐ নিবেদন, ততটাই অস্থির হয়ে মায়িরাকে ধরা দিতে হবে আবার তার কাছে। সময় সব জানে। মায়িরা এখনো জানতে পারেনি তা। জানবে, কেবল সময়ের অপেক্ষা…..
"শুরুতে একটা কথা না বললেই না, ৬০ টাকায় এতো বড় আর মান সম্মগ গল্প আমি প্রথম পড়লাম। ৭০-৮০ টাকা দিয়ে বেশ কিছু বই কিনেছি বেশি হলেও ১২০-১২৫ পেজ আছে। এবার গলে যাওয়া যাক, খুব সুন্দর একটা কাহিনী। অতি রঞ্জিত কিছু নাই, বাড়াবাড়ি করে মুড নষ্ট করার কোন একটা পর্ব নেই। খুব সুন্দর করে বাস্তবতার সাখে ফুটিয়ে তোলা। মায়িরা বিয়ে করা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে নি। এটা আমার মনে ধরেছে। যা বাস্তবে মিলে। জেদ দেখিয়ে, ঘার বাকা করে বসে থাকে নি। বিপদে পরলে আসলেই এমন অসহায় লাগে, আমিও মায়িরার মতো সব ভুলে যেতাম। যেহেতু আরো সিজন আসবে তাই সবার ঘটনা বর্ননা নেই। বিশেষ করে তানজিমের বাবা- মা এর অতীত ডিটেইলস দিয়ে বর্ণনা হয়নি, নেক্সট সিজনে হয়তো পাবো। সাথে গৌতমের কাহিনি ও সাথে জরিত কে কে আছে। সবশেষে সব চরিত্রই সুন্দর ছিল। সবার আলাদা করে লিখা সম্ভব না। পরবর্তী ইবুকের অপেক্ষায় রইলাম কিন্তু আপু। দ্রুত আনবেন 💗💗💗"
ডিফেন্স রিলেটেড গল্প আমার মোটামুটি পছন্দের। আর তোমার সব গুলা ই-বুকের মধ্যে এইটাতে তোমার লেখনি অনেক ইম্প্রুভ হয়েছে।বর্তমান সমসাময়ীকের প্রায় সব চিত্রই কত সুন্দর করে তোমার নিজের সৃজনশীলতা দিয়ে ফুটিয়ে তুলেছো এইটা দারুণ লেগেছে। এবার আসি আমাদের মেজরের কথায়– “মেজর তানজীব সারোয়ার” ঠিক নামের মতোই সে দাম্ভিক এবং গম্ভীর ব্যক্তিত্বের। তবে হাসবেন্ড হিসেবে সে পুরাই আলাদা। He is the definition of a perfect HUSBAND🖤 and SON also.সে পার্ফেক্টই কারণ আসলেই হাসবেন্ডরা একটু আধটু ধমকায়ই(শাড়ির জন্য ধমকানো টা ইগনোর করলাম,ওইটা একটু বেশি বেশিই 🙂) তার বাবা-মার সাথে সম্পর্ক খুব বেশি মধুর নয় তবু সে তাঁর দায়িত্ব পালনে তৎপর।সবাইকে যার যারটা বুঝিয়ে সবদিক সামলানোর কি দারুণ ক্ষমতা তাঁর। আর মায়িরার কথাই বা কি বলবো, ওর চরিত্রটাও ভীষণ ভালো development হয়েছে। তবে আমার এইখানে যেই চরিত্র টা বেশি পছন্দ হয়েছে সেটা ‘অতনু’। পিয়া-অতনু কি সুইট একটা কাপল।। হ্যাঁ,কিছু কিছু যায়গায় একটু এলোমেলো লেখনি ছিলো তবে সেটা তেমন কোনো বিষয় নয়।যেহেতু বলেই দিয়েছো যে এইটার দ্বিতীয় পরিচ্ছেদ আসবে তাই এই পরিচ্ছেদের অনেক কিছুই সাসপেন্স রয়ে গেছে সেগুলো হয়তো পরের পরিচ্ছেদে ক্লিয়ার হবে।আর তুমি বলছো এইটা নিয়ে তুমি অনেক খন্ড বানাবে, তাই বলবো লিখেই যাও, মেজর তানজীবের চৌকস বুদ্ধিমত্তা আরও দেখতে চাই।আর তানজীব-মায়িরার সাংসারিক জার্নিটাও দেখতে চাই। And last but not the least, এই ই-বুকটি গিফটে পেয়েছি, তাই এইটা আমার কাছে অনেক অনেক স্পেশাল হয়ে থাকবে🖤 দ্বিতীয় পরিচ্ছেদের অপেক্ষায়... ভলোবাসা তোমাকে ইতি আপু🖤🖤🖤
Read all reviews on the Boitoi app
চমৎকার। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা গল্প।
দারুন
দ্বিতীয় পরিচ্ছেদের অপেক্ষায় 😌❤️
❤️
এক কথাই অসাধারণ একটা গল্প
এখনো অনেক কিছু জানার বাকি তার জন্য দ্বিতীয় পার্টের অপেক্ষায় আছি ❤️
সব সময়ের মত ভালো লাগলো গল্পটা
শুরুতে একটা কথা না বললেই না, ৬০ টাকায় এতো বড় আর মান সম্মগ গল্প আমি প্রথম পড়লাম। ৭০-৮০ টাকা দিয়ে বেশ কিছু বই কিনেছি বেশি হলেও ১২০-১২৫ পেজ আছে। এবার গলে যাওয়া যাক, খুব সুন্দর একটা কাহিনী। অতি রঞ্জিত কিছু নাই, বাড়াবাড়ি করে মুড নষ্ট করার কোন একটা পর্ব নেই। খুব সুন্দর করে বাস্তবতার সাখে ফুটিয়ে তোলা। মায়িরা বিয়ে করা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে নি। এটা আমার মনে ধরেছে। যা বাস্তবে মিলে। জেদ দেখিয়ে, ঘার বাকা করে বসে থাকে নি। বিপদে পরলে আসলেই এমন অসহায় লাগে, আমিও মায়িরার মতো সব ভুলে যেতাম। যেহেতু আরো সিজন আসবে তাই সবার ঘটনা বর্ননা নেই। বিশেষ করে তানজিমের বাবা- মা এর অতীত ডিটেইলস দিয়ে বর্ণনা হয়নি, নেক্সট সিজনে হয়তো পাবো। সাথে গৌতমের কাহিনি ও সাথে জরিত কে কে আছে। সবশেষে সব চরিত্রই সুন্দর ছিল। সবার আলাদা করে লিখা সম্ভব না। পরবর্তী ইবুকের অপেক্ষায় রইলাম কিন্তু আপু। দ্রুত আনবেন 💗💗💗
ডিফেন্স রিলেটেড গল্প মানে অন্যরকম ভালোবাসা আর ইতি আপুর গল্প হলে তো কথাই নাই। গল্পটা এখনো পড়ি নাই পড়লেইতো শেষ হয়ে যাবে। আরো হাজারটা গল্প পরতে চাই তোমার । জীবনে অনেক দূর এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।🩷🫡