আলহামদুলিল্লাহ, প্রথমেই মহান আল্লাহ সুবহানাতায়ালার প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে, তিনি আমাকে এই গ্রন্থটি রচনা করার রহমত দান করেছেন। তথ্য ও বিবিধ বিষয় পাওয়ার জন্য, এ গ্রন্থটি রচনা করতে গিয়ে, মহান আল্লাহ সুবহানাতায়ালা আমার জন্য প্রায় সকল বিষয়ে সঠিক তথ্য পাওয়াটা খুবই সহজ করে দিয়েছেন। আল্লাহর অপর নাম রহমানুর রহিম, এবং যাঁর প্রতি আল্লাহ দয়া করেন, তাঁর কোন সমস্যা থাকে না। আমাদের দেশে বিবাহ নিয়ে নানা সমস্যা বিরাজমান, যেখানে যুবক-যুবতীরা সামাজিক, পারিপার্শ্বিক, এবং অর্থনৈতিক সমস্যার বেড়াজালে আবদ্ধ। এসব বাধা-বিপত্তি ডিঙিয়ে যুবক-যুবতীরা বিয়ের বন্ধনে আবদ্ধ হলে, জীবন ও সমাজের বহুবিধ সমস্যা দূর হয়ে যায়।