"এক নজরে হজ্জ ও উমরাহ" — পবিত্র সফরের সহজ সাথী। হজ্জ ইসলামের একটি বড় ফরয, আর উমরাহ আত্মাকে ছুঁয়ে দেওয়া একটি অভিজ্ঞতা। কিন্তু এই ইবাদত দুটো ঠিকভাবে আদায় করতে গেলে দরকার সঠিক জ্ঞান, ধাপে ধাপে স্পষ্ট ধারণা। এই বইটিতে ঠিক সেটাই আছে—ইহরাম বাঁধা থেকে শুরু করে তাওয়াফ, সাঈ, আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকা, কংকর নিক্ষেপ, কুরবানী, আর বিদায়ী তাওয়াফ পর্যন্ত—সব কিছু একেবারে সহজ ভাষায়, পরপর সাজানো। এখানে শুধু নিয়ম নয়, আছে হাজীদের বাস্তব অভিজ্ঞতা, সাধারণ প্রশ্ন আর ভুলত্রুটির স্পষ্ট সমাধান। ফলে একজন নতুন হাজীও দ্বিধা ছাড়াই জানতে পারবেন—কী করতে হবে, কখন করতে হবে, আর ঠিক কোনভাবে করতে হবে। "এক নজরে হজ্জ ও উমরাহ" এমন একটি বই, যা শুধু তথ্য দেয় না, সাহস দেয়। ভয় নয়, দেয় প্রশান্তি। হাতে রাখার মতো একটি সঙ্গী, যাতে ভরসা করে বলা যায়—এই পথচলা আর কঠিন লাগবে না।