"এক নজরে সালাত" বইটি নামাজ শেখার জন্য একটি চমৎকার গাইড। এতে আযান থেকে শুরু করে জানাযার সালাত পর্যন্ত সবকিছু সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব—প্রত্যেকটি বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ওযু, তায়াম্মুম, সাহু সিজদাহ, দোয়া কুনুত, জামায়াতের নিয়ম, সফরের সালাত, জুমা ও ঈদের সালাত—এমনকি জানাযার সালাতের বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্নোত্তর পদ্ধতিতে সাজানো থাকায় এটি সহজে বোঝা যায় এবং মনে রাখা সহজ। এটি সাধারণ মুসল্লি, ইমাম, খতিব, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উপকারী। "এক নজরে সালাত" নামাজকে নিয়মের চেয়ে হৃদয়ের প্রশান্তির অভ্যাসে পরিণত করতে সাহায্য করবে।