ক্ষমতা কি চাইলেই পাওয়া যায়? সরাসরি উত্তর হচ্ছে, না। তবে এমন কিছু সূত্র আছে যা প্রয়োগ করলে আপনিও হয়ে উঠতে পারেন একজন 'ক্ষমতাবান' মানুষ। এসব সূত্র নিয়ে বিশাল কলেবরে লেখা হয়েছে 'ফোরটি এইট ল'জ অব পাওয়ার'। আর এই বইটির সকল সূত্রের মূলভাব নিয়েই লেখা হয়েছে 'ক্ষমতা' বইটি। সংক্ষেপে, ক্ষমতার সব সূত্র জানা ও নিজেকে ক্ষমতাবান করে তোলার কাজে বইটি আপনাদেরকে সাহায্য করবে। অতএব, দেরি না করে পড়ে ফেলুন ছোট্ট বইটি!