“তিন বছরের বড়ো বলে আমি বুড়ি হয়ে গেছি? অসভ্য, ইতর ছেলে... সবে ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষা দিচ্ছি আর তুমি... তুমি আমাকে বুড়ি বানিয়ে দিলে! আজ আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে লম্পটদের মতো প্রপোজও করলে।” রাগে বিস্ময়ে পুতুলের অবস্থা যাচ্ছে তাই। এমন দুঃসাহসিক ও অকল্পনীয় কাজ তার এই ছোট্ট জীবন মঞ্চে কেউ কখনো মঞ্চায়িত করার সাহসও পায়নি, অথচ আজ... আজ সমস্ত নিয়মের মুখে বুড়ো আঙুল দেখিয়ে তারই মামাতো ভাই কিনা তাকে দিনদুপুরে প্রেম নিবেদন করে বসলো!