রুদ্র হক — নামটার মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত নীরবতা, এক তীক্ষ্ণ বুদ্ধি, আর অন্ধকারের প্রতি এক অজানা টান। সে পুলিশ না, খুনি না—তবু অপরাধ আর মৃত্যুর প্রতিটি ছায়া যেনো ওর সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। “অন্ধকারের নিশ্বাস” শুরু হয় এক রহস্যময় হত্যাকাণ্ড দিয়ে, যা আসলে শুধু একটি সূত্র মাত্র। ঘটনার গভীরে যেতে যেতে রুদ্র হক আবিষ্কার করে—এটা কোনো সাধারণ অপরাধ নয়, বরং এমন এক খেলা, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর দিকে নিয়ে যায়। প্রতিটি অধ্যায়ে রহস্য ঘনীভূত হয়, আর রুদ্র হকের বুদ্ধি, সাহস ও নিঃসঙ্গতার ভেতর ফুটে ওঠে এক জটিল মানবিক গল্প। অন্ধকারের নিশ্বাস শুধু এক গোয়েন্দা কাহিনি নয়— এটা এক মানসিক যাত্রা, যেখানে সত্যের মুখোমুখি হওয়া মানেই নিজের ছায়াকে চেনা।