পিশাচ দেবী হারমা — এই জঙ্গলের এক ভয়ংকর রহস্য। তিনি সৃষ্টি করেছিলেন এক অদ্ভুত মায়ার জগৎ, যেখানে বাস্তব আর বিভ্রমের সীমা মুছে যায়। জঙ্গলের গভীরে লুকিয়ে আছে তাঁর মায়ার গুহা — এক জায়গা, যেখানে মানুষ যা দেখতে চায়, যা কল্পনা করে, তাই তার চোখের সামনে ফুটে ওঠে জীবন্ত দৃশ্যের মতো। কিন্তু সেটাই সবচেয়ে ভয়ংকর ফাঁদ। কারণ একবার যদি কেউ সেই গুহার মায়ায় পড়ে ভিতরে প্রবেশ করে… তবে আর কখনো ফিরে আসে না। হারমার মায়া শুধু দৃষ্টি নয় — সে গ্রাস করে আত্মা।