আপনাদের নিশ্চয়ই বাচ্চাদের খুব কিউট লাগে? আমারও লাগে । কিন্তু আপনি কি জানেন , আমাদের প্রত্যেকের বাসায়ই একটা বুড়ো বাবু আছে? নিশ্চয়ই জানেন না , আবার কেউ হয়তো জানেন। এই বুড়ো বাবুটার বাচ্চামোগুলোও খুব কিউট! মাঝে মাঝে এমন কিছু বাচ্চামো করে যেগুলোর কোন মানে হয় না । সেগুলো আসলেই বাচ্চমো।