সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্য, যার অস্তিত্ব কেউ বিশ্বাস করে না। তরুণ নাবিক রাফি, একদিন ঝড়ে ভেসে পৌঁছে যায় “ছায়া সমুদ্র”-এর দ্বারে — এমন এক জগতে, যেখানে বাস্তব আর স্বপ্নের সীমা মুছে যায়। অন্ধকারের মাঝেও সে খুঁজে পায় আলো, আর আবিষ্কার করে নিজের ভেতরের শক্তি। কিন্তু প্রশ্ন রয়ে যায়— ছায়া সমুদ্র কি সত্যিই মুক্তির পথ, নাকি নতুন এক অভিশাপের শুরু? “রাফি ও ছায়া সমুদ্র” — সাহস, রহস্য আর আত্ম-আবিষ্কারের এক মনোমুগ্ধকর অভিযান।