চৈত্র মাসের তপ্ত বিকালে তার সাথে প্রথম দেখা। প্রথম দেখায় তার কথায়, কাজে মুগ্ধ হলাম আমি। চৈত্র মাসেও সে আমার হৃদয়ে বইয়ে দিয়েছিল শ্রাবণের শীতলতা। সিদ্ধান্ত নিলাম, বাকি জীবন এই রমনীর সাথেই কাটাব। কথা ছিল, আষাঢ়ে তাকে ঘরে তুলব। শ্রাবণ পর্যন্ত প্রেম করব। প্রথম শ্রাবণে হবে আমাদের প্রথম প্রণয় কথা। দুজন দুজনকে ছুঁয়ে ওয়াদা করেছিলাম, জীবনের প্রতিটি শ্রাবণ একসাথে কাটাব। তবে আমাদের সে শ্রাবণ হলো অপেক্ষার শ্রাবণ। দীর্ঘ চৌদ্দ বছর আমরা কেবল একসাথে শ্রাবণ কাটানোর অপেক্ষায় রইলাম। আমাদের অপেক্ষা কী পূর্ণতা পেয়েছিল? নাকি অপেক্ষাই থেকে গিয়েছিল, তা জানবেন আমাদের কাহিনি পড়লে। শ্রাবণের সে অপেক্ষা পড়লে।