কাহিনীর শুরুটা ভালই লেগেছে। মনোযোগ ধরে রাখতে সক্ষম বলা যায় লেখককে। সহজ, সাবলীল বর্ণনাভঙ্গি। তবে শেষের দিকে কাহিনী যেন একটু দ্রুতই মোড় নিয়েছে পরিণতির দিকে। যাই হোক, এক বসায় পড়ে শেষ করে ফেলার মত বই। একটা অলস বিকেল বইটি পড়ে কাটিয়ে দেয়াই যায়। আশা করি ভাল লাগবে।
Read all reviews on the Boitoi app