একটি মানুষের ভাল আচরণের জন্য সর্বপ্রধান, সর্বপ্রথম ও সবচেয়ে বেশী কার্যকর যে অঙ্গটি তা হল তার চেহারা বা মূখমন্ডল। জীবনে যদি উন্নতির উন্নত শিখরে আরোহনের লিপসা, ইস্পিত লক্ষ্যে পৌঁছার আকাংখা থাকে তাহলে অবশ্যই নিজেকে অন্যের সম্মুখে উপস্থাপনের জন্য চাই একটি নির্মল, নিষ্কলুষ, নিরহংকার, বিনয়ী, হাস্যোজ্বল মুখচ্ছবি। চেহারার মধ্যে সবচেয়ে প্রতিক্রিয়াশীল যে জিনিষটি তাহ'ল হাসি। এই হাসির মধ্যে আনন্দ, বেদনা, তাচ্ছিল্য, উপহাস, আকাংখা, অভিরুচির প্রকাশ ঘটে। এই হাসিটি হতে হবে পরিমিত। যেন উচ্চ হাসি বা উচ্চ স্বরে হাসি প্রকাশ না হয়। আবার মুখ গোমড়া করে থাকা কখনও কারও কাম্য নয়। এ কারনে আপনি আপনাকে কারও নিকট উপস্থাপন করবেন সামান্য মুচকী হাসির মাধ্যমে। এর পরিমাণ যে কেহ নিজে আয়নার সম্মুখে প্রাকটিস করতে পারেন। আপনার ঠোট কতটুকু ফাক হবে বা কতটুকু বিস্তৃত হবে, দাঁত কতটুকু প্রকাশ পেলে আপনাকে আকর্ষনীয় করবে তা পরিমাপ পূর্বক নিজেকে অন্যের সম্মুখে উপস্থাপন করতে পারেন। জীবনের সকল ক্ষেত্রে মনে করবেন আপনাকে প্রতিষ্ঠিত হতে হলে অন্যকে আকৃষ্ট করেই আপনার শ্রম বা ব্যবসা বা মেধার বিপরীতে তার পকেটের অর্থ-কড়ি বা সম্পদ আপনার করে নিতে হবে। এ জন্য আপনাকে কখনও শ্রম, কখনও যোগ্যতা, কখনও মেধা, কখনও ব্যবসার মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে, সকল ক্ষেত্রেই আপনাকে আপনার সুন্দর, মনোরম উপস্থাপনাই বেশী কার্যকরি বিষয়। এ জন্য যখন কারও সঙ্গে সাক্ষাৎ হবে তখনই আপনাকে সুন্দর হাস্যোজ্বল ভাবে সুন্দর অভিবাদন যেমন- ছালাম দিয়ে কুশলাদী জিজ্ঞাসার মাধ্যমে উপস্থাপন করতে হবে। তারই ফলশ্রুতিতে আপনি পাবেন সফলতা।
আমি একটি জাদু বই চাই
Read all reviews on the Boitoi app