ওমার- হৃদয়ঘটিত কারণে যে যুবক হতাশার অতল সমুদ্রে হারিয়ে গিয়ে মজে যায় নেশার ধ্বংসাত্মক দুনিয়ায়। তার জীবনে ইসলাম কেমন করে পরিবর্তন আনে। হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসলমান। ঢাকার বিশেষ কিছু কুখ্যাত অলিগলি যার নখদর্পণে সে কেন আফগানিস্তানের যুদ্ধের মাঠে। যার খেসারত দিতে হয় ১২ বছর কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে বিনা বিচারে জেল খেটে- অকথ্য নির্যাতন সহ্য করে। কিন্তু পরম করুণাময় কি এতই নিষ্ঠুর যে তার জীবন কে এক বিয়োগ গাঁথা হিসেবেই লিখবেন? না- তিনি পরম করুণাময়, প্রত্যেকের জন্য যিনি রেখেছেন উত্তম প্রতিদান। তাই উপন্যাসের শেষে ওমার যেন এক মুক্ত বিহঙ্গ- সে খুশি এক আসমান ভালবাসা নিয়ে। কোন অন্ধ বুলি নয়। তীক্ষ্ণ যুক্তি দিয়ে গড়া ধর্ম ইসলাম। ইসলামের দর্শন নিয়ে আমরা কমই ভাবি। উপন্যাসটি আপনাকে ভাবাবে। আছে রক সংগীতের গল্প, ঢাকার অলি গলির গল্প। এবং শেষে অপ্রত্যাশিত চমক।
"আসমান আমার কাছে কী আমি ঠিক বলে বোঝাতে পারবোনা! শুধুমাত্র রিভিউ পড়ে আমি যেই বইয়ের জন্য চাতক হয়ে গিয়েছিলাম সেই বই এত্তো সহজে এখানে পেয়ে যাবো ভাবিনি.. এসেছিলাম অন্য কারো খোঁজে, পেয়ে গিয়েছিলাম আসমান আর তার একলা পাখিকে! প্রচুর অজানা আর ভুলজানার পার্ট চুকেছিলো এই বই পড়ে.. খুব ইচ্ছে হয়, এরকম আরো কয়েকশো বই পড়ি..... লেখকের জন্য দুয়া.."
এই অনুভূতি প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমি কীভাবে কী বর্ণনা করব তা জানি না । শুধু মনে হচ্ছে প্রতিটি ঘরে খালেদ আর ওমারদের জন্ম হোক। আমার জীবনে পড়া শ্রেষ্ঠ বইগুলোর একটি আসমান। আমি মনে করি প্রত্যেকের আসমান বইটি পড়া উচিত।
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি বই। প্রত্যেকটা মানুষের পড়া উচিত
ভালো লেখা, তবে বিবাহ বহির্ভূত প্রেম বিনিময় চিত্রায়ন করা হয়েছে, যেটা বইয়ের ধরণের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে! হয়ত আসমান চরিত্রের সাথে পাঠককে সহানুভূতিশীল করাটাই উদ্দেশ্য ছিল, তবুও এটাকে আরও অন্যভাবে চিত্রায়ন করেও একই উদ্দেশ্য হাসিল করা যেত। একটি পরহেজগার পরিবার তাদের কন্যাকে অভিভাবক ছাড়া এমনভাবে অবস্থান করার সুযোগ দেবে এটাও অবাস্তব।
Best book I have ever read,,, unable to express enough
চমৎকার বই। ইবুকে এমন কালেকশন পাবো, ভাবতেও পারিনি
জাস্ট ভালবাসা একটা।
অসাধারণ লেখনী ❤️
অসাধারণ লেখনি। শুরুর দিকে বিরক্ত লাগলেও প্রথম কয়েক পর্ব পড়ার পর গল্পটি পড়ায় আসক্ত হয়ে গিয়েছি। গল্পটির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এবং অনেক তথ্যই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রচুর অজানা তথ্য জানা হয়েছে। এক কথায় অসাধারণ ছিল গল্পটা। লেখকের জন্য দুয়া রইলো।
বইটা পড়ে লেখকের জন্য আন্তরিক দুয়া এসেছে অন্তর থেকে। আল্লাহ উনাকে নেক হায়াত দিন এবং এই বইতে যে সমস্ত সত্য তথ্যের মাধ্যমে আফগানিস্তানের প্রকৃত অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য যেন আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দেন।
Absolutely recommend.