‘দ্য গার্ল ইন রুম ১০৫’ বইটির ফ্ল্যাপের কথাঃ লেখক, কলামিস্ট, চিত্রনাট্যকার, মোটিভেশনাল স্পিকার ইত্যাদি বহুমাত্রিক প্রতিভার অধিকারী চেতন ভগতের জন্ম ২২ এপ্রিল, ১৯৭৪ সালে; ভারতের নয়া দিল্লীতে। প্রতিটি বই-ই বের হওয়ার সাথে সাথে জায়গা করে নিয়েছে বিক্রয়-তালিকার শীর্ষে। তবে তার সবচেয়ে প্রখ্যাত উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় ২০০৪ সালে প্রকাশিত ফাইভ পয়েন্ট সামওয়ান’কে, যা উপজীব্য করে রচিত ‘থ্রি ইডিয়টস’ ভঙ্গ করেছে বলিউডের আগেকার সব রেকর্ড। সারা বিশ্বে সত্তর লক্ষেরও বেশি কপি বিক্রিত হয়েছে চেতন ভগতের বই। নিউ ইয়র্ক টাইমস থেকে পেয়েছেন ভারতের ইতিহাসের সর্বসেরা ইংরেজি ভাষায় লেখকের মর্যাদা, জিতেছেন ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। স্ত্রী আনুশকা, দুই জমজ সন্তান শ্যাম আর ঈশানকে নিয়ে বর্তমানে মুম্বাইতে বাস করছেন প্রতিভাবান এই লেখক।
বইটি ভালো, তবে কিঞ্চিত অপূর্ণ মনে হয়েছে। বইটি অবসন্ন এক মন নিয়ে পড়তে শুরু করেছিলাম ; দুইদিনে প্রায় ১২ ঘন্টায় পড়ে শেষ করেছি। তবে মন সেই অবসন্নই থেকে গেছে। অতি আবেগী হয়ে যাকে ভালোবাসা হয় ; একসময় যখন তার লুকিয়ে রাখা একটা অধ্যায়ের সন্ধান পাওয়া যায়। তখন কি যে কষ্ট সেটা অনুভব করেছি সব মিলে মোটামুটি ভালো ☺
Read all reviews on the Boitoi app