কামার আর মনামির অংশ এত কম কেন!!! মন ভরে নাই।।।
Read all reviews on the Boitoi app
মা শা আল্লাহ। অন্যান্য গল্পের মতোই সুন্দর ছিল গল্পটি। তবে আমার সবচেয়ে পছন্দের চরিত্র ছিল কামার পাশা। লোকটার শুরুর দিকের কুকীর্তি আর পরে এক পূণ্যবতী নারীর আগমণের উসিলায় তার আমূল বদলে যাবার ঘটনা আমাকে দারুণ প্রভাবিত করেছে। ওমর পাশার মতোন দায়িত্ববান ,সাহসী ,প্রেমিক স্বামী প্রতিটি মুসলিমাহর স্বপ্ন। মেহের এত অনেক আচরণ এ বিরক্ত হয়েছি আমি। আফ্রিদি চরিত্রটা যে এমন ফালতু হবে শুরুতে বুঝিনি, ভেবেছিলাম এটা মূল চরিত্রের একজন হবে। প্রতিটি কষ্টের ই একটা ভালো দিক থাকে,আপত দৃষ্টি তে আমরা সেটা খুজে পেতে ব্যর্থ হই,কিন্তু আল্লাক পাক সবরের বিনিময়ে অনেক বেশি নিয়ামত দান করেন। সর্বশেষ কামার পাশা নিজেকে শোধরে তার মানসপ্রিয়ার সাথে হালাল বন্ধনে আবদ্ধ হয়েছে এটুকুতেই মনে অপার শান্তি বয়ে যাচ্ছে। যদিও কাহিনীতে অনেক অপ্রয়োজনীয় ঘটনার জেরে অনেক বড় হয়ে গিয়েছিল,এটা ছাড়া পুরো গল্পটাই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ 💚 জাযাকিল্লাহু খয়েরহ রুবি আপু।
অসাধারণ গল্প ❤️❤️❤️❤️❤️❤️
অসাধারণ একটা গল্প। এক বসাতে পড়ে শেষ করলাম.....
আসসালামুআলাইকুম আপু। ভালো লেগেছে অনেক গল্পটা পড়ে,এত বড় গল্প তবু যেন মনে হচ্ছে আরেকটু বড় হতো, আরেকটু পড়তে পারতাম। মাশাআল্লাহ আপু আপনি লিখেন অনেক ভালো, সবচেয়ে বড় কথা প্রতিটি গল্পেই একটা লেসন থাকে,ইসলাম রিলেটেড কিছু দিক নির্দেশনা থাকে, যা গল্পের সৌন্দর্য কয়েক গুন বাড়িয়ে দেয়। জা্যাকাল্লাহ আপু। শুভকামনা আপনার জন্য। ১০ অক্টোবর, ২০২৩।
#মানসপ্রিয়া মাটি নরম থাকতেই ইচ্ছেমত আকৃতি দিয়ে রুচিশীল জিনিস বানানো যায়, তেমনই সন্তান জন্মের পূর্বের সময় থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কিছু নির্দিষ্টকাল পর্যন্ত পরিকল্পনা অনুসারে সন্তানের মনকে নিজ সৃষ্টিকর্তা, আখলাক, তাকদির ইত্যাদি বিষয়ে একটা সঠিক প্রাথমিক বেইস দিয়ে দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসতে হয়,তবে পরিশ্রমটা লাগবে হাড় ভাঙার মত তবেইনা বারযাখ জীবনে থেকেও এর সুফল পাওয়া যাবে। আর এমনটা করতে না পারলে একসময় মানসপ্রিয়া গল্পের আনিয়া, কামারপাশাদের মত ছন্নছাড়ার পরিণতির মুখোমুখি হতে হবে। কামারপাশা, ওমর, মেহের, মনামীর মত বাস্তবে যারা নিজ চেষ্টায় রবের দিকে আরো একধাপ এগিয়ে যেতে চায় তাদের যদি একটু দিকনির্দেশনা দেয় (বিশেষত পরিবার) তবে এরাই একসময় অন্যদেরকে নূরের আলো খোঁজতে সহায়ক ভূমিকা রাখতে পারবে, ইনশাআল্লাহ । সবশেষে গল্পটা পড়ে এটাই বুঝলাম যে ❝ বিয়ের জন্য সঙ্গী নির্বাচনে সৌন্দর্যের চেয়ে অবশ্যই দ্বীনদারিতার( প্রেকটিসিং মুসলিম) প্রাধান্য কতটা জরুরী। ❞ এটাও জরুরী যে, অবশ্যই এবং অবশ্যই আগে নিজে প্রেকটিসিং হওয়া। তানাহলে গল্পের সাদমানের মত লোকদের কারনে কতকত সংসার, সম্পর্ক,সমাজ উচ্ছনে যাওয়া শুরু হবে, আখিরাতের কথা ত বাদই দিলাম আমি। Anika Tahsin 🌻 30 April 2023 11:05 PM
ভালো ছিলো
অনেক দিন ধরে মোর্শেদা আপুর লেখা খুঁজছিলাম দারুণ লেগেছে ওনার লিখনশৈলী। গল্পের প্লটটাও চমৎকার ছিলো।
রুদ্ধশ্বাসে পড়ে ফেলার মতো উপন্যাস। যতক্ষণ পড়েছি, ততক্ষণ অন্য কিছু পড়তে পারিনি। কিন্তু দুঃখের বিষয় হলো অজস্র বানানভুল চোখে পড়ল।
গল্পটা খুবই সুন্দর। অসাধারণ ❤️❤️ ফেসবুকে এটা ধোকা নামে পড়েছি।