স্বামী-স্ত্রী উভয়ে উভয়ের যত্ন নেওয়া, শ্রদ্ধা করা, সময় দেওয়া, একসঙ্গে আনন্দ উপভোগ করা, পরস্পরকে মূল্যায়ন করা এবং সেই সঙ্গে উভয়ের পরিবারের লোকদেরকেও শ্রদ্ধা ও মূল্যায়ন করার নাম সুখের সংসার। কারণ, প্রকৃত প্রেম ও ভালোবাসা এগুলো থেকেই সৃষ্টি হয়। কাজেই আপনারা যদি সঙ্গীকে প্রেমের সুদৃঢ় ও স্থায়ী বন্ধনে আবদ্ধ করতে চান তবে অবশ্যই আপনাদেরকে এই সদগুণগুলো অর্জন করতে হবে। প্রেমের সাধারণ যে-অর্থ আমরা জানি, সেটা হচ্ছে শারীরিক আকর্ষণ ও যৌন-অনুভূতি। এবং সেই সূত্রে দু’টি মানুষের সাময়িক সম্পর্ক। তো এই অর্থের প্রেমের জন্য বিয়ের প্রয়োজন নেই। এবং বিয়ে ও সুখী দাম্পত্যের ক্ষেত্রে এই মানের প্রেমের কোনো ভূমিকা বা গুরুত্বও নেই। বরং সুখী দাম্পত্যের জন্য অপরিহার্য প্রয়োজন হলো স্থায়ী ভালোবাসা। যার সূচনা পারস্পরিক যত্ন ও সম্মানবোধ থেকে।