অপুর অভিযান মূলত একটি কিশোর উপন্যাস। এটি দিলরুবা নীলা'র প্রথম উপন্যাস। এই বই রচনার ক্ষেত্রে তিনি সহজ বাক্য গঠন করেছেন এবং শব্দ ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সচেতনতার পরিচয় দিয়েছেন। কারণ, এই বইয়ের পাঠক মূলত কিশোর-তরুণরা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাঁর রচনার বৈশিষ্ট্য খুবই প্রশংসনীয়। কথাসাহিত্যে এটি তাঁর প্রথম প্রয়াস হলেও, এখানে তিনি সমুজ্জ্বল। 'অপুর অভিযান' পাঠক মহলে ব্যাপক সমাদৃত হবে বলে আশা রাখি। কথাসাহিত্যের অঙ্গনে দিলরুবা নীলাকে স্বাগত জানাই।