একটি কবিতার বই। এক প্রগতিশীল নিম্ন মধ্যবিত্ত পরিবারের নির্যাসে অংকিত মননশীলতার এক সাহসী উপস্থাপনা ৷ আকাঙ্খায় প্রত্যয়ে গড়া পারিবারিক ও সামাজিক বন্ধনের আকষ্ঠ আলো সময়ের দুর্বিসহ কঠিন জীবনকে করে অতীত, রচিত হয় স্বপ্নের বর্তমান ও সময়ের বিভিন্ন পথ পরিক্রমায় সমৃদ্ধ হয় অভিজ্ঞতা , তার অনবদ্য সমারােহের এক অকৃত্রিম চিত্র চিত্রিত হয়েছে লিখনিতে ৷ স্থান পেয়েছে ঊপলুদ্ধ শিক্ষিত মানুষ গুলোর স্বশিক্ষিত ভাললাগা , ভালবাসা ও ইতিবাচক আবুনিকতা ৷ হতে পারে তাদের দিগন্ত ছোঁয়ার দুর্লভ নির্দেশনা, যাদের কন্টকাকির্ণ পথেও চোখে খেলা করে সৃষ্টির স্বপ্নচূড়া ৷ আপন আলোয় ঊজ্জীবিত পুরনো দিনের মহিমায় অনেকগুলো ছেলে মেয়ের এক ত্যাগী মায়ের সাহসী গল্পও আছে গ্রন্থটিতে I প্রকৃত সময়ের বিভিন্নভাবে সমৃদ্ধ হয়ে উচ্চারিত হয়েছে কবিতার প্রতিটি শব্দ ৷ আশা করি পাঠক হৃদয়ে অনূরণিত হবে কবিতার প্রতিটি শব্দ মালা ৷