টিভিতে খেলা চলছে… ধারাভাষ্যে শোনা যাচ্ছে, ব্যাটিং করছেন তামিম ইকবাল। অনেক প্রত্যাশা কিন্তু রয়েছে তার ব্যাট থেকে। অনবদ্য এক সেঞ্চুরি আমরা গত ম্যাচে তার কাছ থেকে পেয়েছি। আজও কিন্তু ১৬ কোটি জনগণের দেশ তাকিয়ে আছে তার দিকে। একটা দারুণ শুরু যদি তিনি এনে দিতে পারেন বাংলাদেশ দলকে… দেশ কিন্তু প্রত্যাশায় আছে… এবং বলতে না বলতেই চমৎকার কভার ড্রাইভ … চার রান…হ পরের বল এবং পুল করে দিয়েছেন বল কিন্তু বাউন্ডারির দিকে… ফিল্ডার ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগেই দুই বার জায়গা বদল ... পরের বল … বাউন্সার… হুক করেছেন… কিন্তু না… ধরা পড়লেন ফাইন লেগে ফিল্ডারের হাতে …আউট! বাংলাদেশ দলের নিয়মিত ওয়ানডাউন ব্যাটসম্যান গত ম্যাচে ফিল্ডিং এর সময় হাতে আঘাত পেয়েছেনহকব! মম , নতুন ব্যাটসম্যান কে আসে দেখা যাক...এবং সারপ্রাইজ কিন্তু রয়েছে… মালয়েশিয়াতে টিভিতে খেলা দেখছিলেন আবুল আর মজিদ নামে পঞ্চাশোর্ধ দুই প্রবাসী বাংলাদেশী। তামিম ইকবাল আউট হওয়ার সময় ওয়াশরুমে ছিলেন আবুল। মজিদ চিৎকার দিল, আবুল ১ উইকেট গেছে, ওয়ানডাউন আসছে … ওয়ান ডাউন ...