চুক আর গেক দুভাই। কারণে অকারণে একে অপরের সাথে লেগেই থাকত তারা। তাই বলে তাদের ভাব ছিল না, তা নয়। চুক গোছালো, গেক তেমনটা নয়। তাতে কি! গান গাইতে জানে যে সে। তারা থাকে মায়ের সাথে মস্কোয়। বাপ তাদের তাইগার দুর্গম অঞ্চলে ভূতাত্ত্বিকের কাজ করে। মায়ের সাথে দুভাই চলল বাপের সাথে দেখা করতে। লম্বা পথ। রেলগাড়ি, ঘোড়ার গাড়ি, স্লেজগাড়িতে করে অবশেষে গিয়ে পৌঁছল সেই ভূতাত্ত্বিক কাজের ক্যাম্পে। যে দিকে চোখ যায়-শুধু বরফ আর বরফ। তারপর বাবার সাথে কি দেখা হলো তাদের? সোভিয়েত দেশের অন্যতম সেরা লেখক আর্কাদি গাইদারের লেখা এই গল্পটি গত শতকের। এটি ভারতবর্ষ এবং পৃথিবীর নানা ভাষায় অনুবাদ হয়ে ছেলেমেয়েদের হাতে হাতে পৌঁছে গিয়েছিল। গল্পটি এমন মিষ্টি, যে একবার পড়ে তারই ভালো লেগে যায় ভীষণ। যুগ পেরিয়ে, শতক পেরিয়ে আজও গল্পটি জীবন্ত রয়ে গেছে শিশুদের ঝাঁপিতে। ছোট হোক কি বড়, সবাই একইরকম আনন্দ পায় গল্পটি পড়ে।