Published
June 15, 2021
Language
বাংলা
Pages
69
Published by
কুরআন ও বিজ্ঞান―একই সাথে স্পর্শকাতর আর আগ্রহউদ্দীপক এক বিষয়। বর্তমান যুগ তো বিজ্ঞানেরই যুগ। আবার কুরআনের মধ্যে বিজ্ঞানের উপস্থিতিও অনস্বীকার্য। আধুনিক শিক্ষায় শিক্ষিত মনে তাই কুরআনের সাথে বিজ্ঞানের সমন্বয়ের চিন্তা আসাটাই স্বাভাবিক। তবে কাজটি সহজ নয়। এক্ষেত্রে অবশ্যই উলামায়ে কেরামের সহায়তা লাগে। হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম এ দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য আদর্শ একজন ব্যক্তিত্ব। বুযুর্গানেদ্বীনের সাহচর্যে তিনি পার করেছেন সারাটা জীবন। গভীরভাবে উপলদ্ধি করেছেন পবিত্র কুরআনের আয়াতসমূহকে। অপরদিকে শিক্ষা আর পেশাগত দিক থেকে হযরত একজন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ইসলামিক ইন্সটিটিউট অব টেকনলোজি (আইইউটি)-এর মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়িয়েছেনও দীর্ঘদিন। বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো তাঁর নখদর্পণে। হযরতের বয়ানে কুরআনের আয়াতের আলোকে বিজ্ঞানের আলোচনা কিছু না কিছু থাকেই। আধুনিক শ্রোতাদের কাছে তাই হযরতের বয়ানের একটা আলাদা আবেদন থাকে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তিনি তথ্য আর পরিসংখ্যান ভিত্তিক যেসব আলোচনা তুলে ধরেন, তা কুরআন নাযিলের মূল উদ্দেশ্যের দিকেই শ্রোতার মনকে ধাবিত করে। কুরআনে আধুনিক বিজ্ঞান বইটিতে কুরআনের বিভিন্ন আয়াতে যেসব বৈজ্ঞানিক বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় সেগুলোর ওপর বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। ব্যাখ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রফেসর হযরতের বয়ান। আর সেই সাথে যোগ করা হয়েছে আধুনিক উৎস থেকে পাওয়া তথ্য। এটি মৌলিক কোনো রচনা নয়। খুব বেশি তত্ত্ব-উপাত্ত কিংবা বৈজ্ঞানিক সূক্ষ্ণ বিষয়াদি এখানে উপস্থাপন করা হয়নি। আবার সংশ্লিষ্ট আয়াতগুলোর সূক্ষাতিসূক্ষ্ণ শাস্ত্রীয় বা ইলমি আলোচনাও এখানে নেই। আবার কুরআন মাজীদে পাওয়া যায় এরকম সকল বৈজ্ঞানিক বিষয়ও এই গ্রন্থে আনা হয়নি। বইটি সাধারণ পাঠকের উপযোগী করে লেখা একটা সংকলন মাত্র। এর মূল অনুপ্রেরণা প্রফেসর হযরতের কথা ও বয়ান। কুরআন বিজ্ঞানের গ্রন্থ নয়। বিজ্ঞানের বাইরেও এমন অনেক বিষয় রয়েছে যা মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। কখনো পারবেও না। এর মধ্যে ইসলামের মূল বিশ্বাস্য বিষয়সমূহ অন্যতম। এসব বিষয় বৈজ্ঞানিক আবিষ্কারের মুখাপেক্ষি নয়। চৌদ্দশ বছর আগে মানুষ যখন বিজ্ঞানের কিছুই জানত না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কুরআন মাজীদ নাযিল করা হয়েছে। সেখানে আল্লাহ তাআলা এমন অনেক সংবাদ দিয়েছেন, যেগুলো বিজ্ঞানের উৎকর্ষের ফলে অতি সম্প্রতি মানুষের কাছে সহজবোধ্য হয়েছে। এ বোধকে কাজে লাগিয়ে আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করা এবং তার শোকরগুজারী করাই বান্দার মূল লক্ষ্য হওয়া উচিত। এ বইটি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই লেখা। বইটিকে ত্রুটিমুক্ত করার সার্বিক চেষ্টা করা হয়েছে। সুহৃদ পাঠকের দৃষ্টিতে কোনো অসঙ্গতি ধরা পড়লে তা জানানোর জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা এ লেখাকে কবুল করুন। যারা এ লেখা প্রকাশের ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও কবুল করুন। সবাইকে এর উসিলায় বিনা হিসেবে জান্নাত নসীব করুন। আমীন।