ঐ দূরে শোনা যাচ্ছে জাহান্নামের গর্জন। গলায় শেকল পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে আপনার সামনে দিয়েই নিয়ে যাচ্ছে আপনার কলিজার টুকরোকে। আপনি যখন জান্নাতে সবুজ গালিছায় বসে জান্নাতী ঝর্ণায় পা ডুবিয়ে আংগুর বেদানা খাচ্ছেন, তখন আপনার কলিজার সামনে কাঁটাযুক্ত ফল আর রক্ত পুঁজ মিশ্রিত গরম পানি। ভাবতে কেমন লাগছে? অদ্ভুত এক আঁধারে ছেয়ে গেছে চারিদিক। এই আঁধারে ডুবে যাচ্ছে বালক বালিকা, তরুণ তরুণী থেকে শুরু করে সবাই। এরাতো আমার আপনারই প্রিয়জন তাইনা? সমাজে পরতে পরতে ছড়িয়ে পড়া এই অজ্ঞতা, এই ফিৎনা থেকে তাদের মুক্ত করতে আমাকে আপনাকেইতো এগিয়ে আসতে হবে। আঁধার থেকে বেরিয়ে প্রিয়জনের হাত ধরে জান্নাতের পথে আসুন। দেখুন দূরে ঐ আলোর হাতছানি।
মাশাআল্লাহ 😍😍 মাশাআল্লাহ 😍 দারুণ একটি বই। সব গল্পগুলোই খুব ভালো লেগেছে, স্পেশালি শেষের কথাগুলো হৃদয়ে নাড়া দিয়েছে। গল্পগুলো পড়তে পড়তে অনেক কিছু উপলব্ধি করলাম🙂 নিজের অবস্থানটা চোখের সামনে ভেসে উঠলো। আল্লাহ লেখিকা উত্তম প্রতিদান দিন, এই কাজগুলো উনা্র সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন আমিন সুম্মা আমিন।
Read all reviews on the Boitoi app
আল্লাহ লেখিকাকে উত্তম প্রতিদান করুক৷।