স্কুল পড়ুয়া মৃদু প্রেমে পড়ে তার চাইতে বয়সে বেশ কিছুটা বড় সাবেরের। সাবের আর মৃদু প্রতিবেশী। মৃদুর আবেগকে প্রশ্রয় দিয়ে বিয়ে হয় ওদের কিন্তু মৃদু মানিয়ে নিতে পারে না সাবেরের পরিবারে। একসময় সিদ্ধান্ত হয় বিচ্ছেদের। মৃদু কি সাবেরকে ছেড়ে চলে যেতে পারে শেষ অবধি?
"গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একঘেয়েমি ছিল না।পড়া শুরু করে শেষ না হওয়া পর্যন্ত পড়া বন্ধ করতে ইচ্ছে করছিল না। সুন্দর সাবলীল ভাষায় লেখা একটি রোমান্টিক গল্প 🥰"
Khub sundor golpo
Read all reviews on the Boitoi app
গল্পটা পড়তে গিয়ে গল্পটার ভেতর এমন ভাবে ঢুকে গেলাম, লাস্টের কয়েক পেইজ পড়ার সময় চোখ দিয়ে টপ টপ পানি পারছিল।
ভেবেছিলাম মিল হবে না কিন্তু শেষটা অনেক সুন্দর হয়েছে।
লেখিকার তিনটা বই পড়লাম....এতো সাবলীল সুন্দর ভালোবাসার গল্প। ভক্ত হয়ে গেলাম❤️
❤❤❤❤
খুব ভালো
গল্পটা একটু অন্যরকম।অন্য সব প্রেম কাহিনী থেকে ভিন্ন তবে সুন্দর,অসাধারণ । একঘেয়েমি লাগে নি একটুও পড়ার সময় তবে শেষের অংশে গিয়ে একটু ভয় পেয়েছিলাম কি হয় এই বুঝি আলাদা হয়ে গেল।তুমি গল্পটা অনেক সুন্দর করে গুছিয়েছ। কাহিনীটাও সুন্দর করে সাজানো নেকামিবিহীন একটা নায়িকা। লেখার ধরন ও শব্দচরনও মনমতো ছিল তবে টাইপিং এ একটু ভুল। এটা সমস্যা না গল্পটা এক বসায় পড়ে ফেলেছি আশা করি আর কিছু বলতে হবে না কেমন লেগেছে। শুভকামনা
আমি যখন বই পড়ি,তখন সব কিছুই কল্পনা করি।এই বইটা পড়তে শুরু করার পর আমার সব কিছু চেনা লাগছিলো।কলেজের দিনগুলোর কথা মনে হচ্ছিলো।দুই প্যারা পড়েই বুঝলাম এটা আমার প্রিয় জায়গা নিয়ে লেখা।কলেজ,রাস্তা,মার্কেট আর পিরোজপুর এর গন্ধে ভরা একটা বই।আহ কি অপূর্ব। আর বইয়ের ভেতরের কথা কি বলব।আমি একটানে শেষ করেছি। এত সুন্দর স্নিগ্ধ ছিলো। ভালোবাসা আপু আমার প্রিয় শহর কে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।
লেখিকার কাছে বিশেষ অনুরোধ দোলনচাঁপা ২য় পার্ট আনা হোক অথবা সাবের এবং মৃদুকে বইয়ের পাতায় পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা হোক প্লিজ প্লিজ প্লিজ 🙏🙏🙏
খুব ভাল লেগেছে❤️❤️❤️