একদা খালিদ বিন ওয়ালীদ রাযি. ও আব্দুর রহমান বিন আউফ রাযি.এক মিষ্ট পানির জলাশয়ের কাছ দিয়ে যাচ্ছিলেন। প্রখর রৌদ্রময় দিন হওয়ায় তারা অনেক ঘর্মাক্ত এবং ক্লান্ত হয়ে গেলেন। ফলে তারা সেই জলাশয়ে নেমে গোসল করলেন। সেখান থেকে ফিরে রাসূল সালালাহু আলাইহি ওয়া সালামকে তাদের গোসলের কথা জানালেন। অবগত হওয়ার পর রাসূল সালালাহু আলাইহি ওয়া সালাম জিজ্ঞাসা করলেন, হে খালিদ! তোমরা সেখানে কিভাবে গোসল করেছো? উত্তরে খালিদ বিন ওয়ালীদ রাযি. বললেন, ইয়া রাসূলালাহ! আমি তাকে ঘিরে বেষ্টনি দিয়েছি সে গোসল করেছে। আর সে বেষ্টনি দিয়েছে আমি গোসল করেছি। উত্তর শুনে রাসূল সালালাহু আলাইহি ওয়া সালাম উজ্জল আলোকিত মূখমণ্ডল নিয়ে উঁচ্চ আওয়াজে বললেন যে, হে খালিদ! তোমরা যদি এভাবে গোসল না করতে তাহলে আমি তোমাদের অনেক প্রহার করতাম।