যখন কোন পূর্ণিমা রাতে গভীর সমুদ্রের দিকে তাকাই মনে হয় যেন ঢেউয়ের মধ্য দিয়ে ভেসে আসে কারো একাকী দীর্ঘশ্বাস। অমাবস্যা রাতে ঢেউয়ের মধ্যে দেখি যেন একাকী মায়াবিনী মুখ। গভীর সমুদ্র থেকে জলপরীর নিঃশ্বাস যেন আঁকড়ে ধরে আমায়। শব্দ হয়ে থেকে যায় আমারই কবিতায় আমি যেন বেঁচে থাকি জলপরীর নিঃশ্বাস হয়ে।