আমাদের আশপাশেই গল্পরা ঘুরছে। চেনা মুখ, চেনা মানুষ এদের মাঝেই গল্পগুলি খানিক মুখচোরা কিশোরের মত আড়ালে আবডালে লুকিয়ে থাকে, খুঁজে নেয় লেখিয়েরা। বলা কথা, নাবলা ভাষা, সুক্ষ্ম সুক্ষ্ম অনুভূতি, গভীর অন্তর্দৃষ্টি, এসব নিয়ে গল্পগুলো বেরিয়ে আসে মনের লুকনো ঝাঁপি থেকে, কুহক বীণার ডাকে। “খগেন বাবুর পুষ্টি সমাচার” একটা ডার্ক থ্রিলার, মানুষের এক ভিন্নরূপ বেরিয়ে আসে, প্রাচীন স্মৃতির দায় কেউ কেউ এখনও বহন করে যাচ্ছে, সেই কুহক ধীরে ধীরে পাঠককে আবিষ্ট করবে। এই গল্পের নামেই বই এর নামকরণ করা। এ ধরনটা বাংলা সাহিত্যে একটু কমই চর্চিত হয়েছে।