সারমর্মঃ ছোটদেরকে ছোট করে দেখতে নেই। বয়স কম হলেই তাকে ছোট বলা ঠিক না। ওরা ভীষণ মেধাবী আর প্রতিভাবান। ছোটরাই একদিন বড় হয়। ওদেরকে সব সময় উপদেশ দেওয়া ঠিক না। আবার অবজ্ঞা করে শুধু শুধু সাপ ব্যাঙ ভূত প্রেত আর আজগুবি কল্পবিজ্ঞানের গল্প বলে ভুলিয়ে রাখার চিন্তা করাও ঠিক না। ওদেরকে ওদের রুচিমতো সবকিছু পছন্দ করতে দেওয়া উচিত। কোনটা ভাল বা কোনটা মন্দ সেটা ওরাই ঠিকভাবে বুঝে নিবে। এ বইয়ের গল্পগুলি ওদের বিচারের উপর ছেড়ে দিলাম। ওরা ভাল মন্দ যা’ই বলুক ওদের সাথে আমি আছি। ------লেখক।