আমরা অনেক যন্ত্রের নাম শুনেছি। কিন্ত যদি কাউকে প্রশ্ন করা হয় ক্রেসকোগ্রাফ কি? অনেকে হয়তো বলতে পারবেন কিন্ত অধিকাংশই অবাক হবেন। এটা আবার কি? বা কেমন যন্ত্র। আসলে প্রাণীজগতের মতো উদ্ভিদরাও যে আলো, শব্দ, ধ্বনি ও প্রতিধ্বনির সাথে চেতনা অনুভব করে, সেটি প্রমাণ করার সুক্ষ্ম যন্ত্রটিই হলো ক্রেসকোগ্রাফ। আর এরকম অসংখ্য আবিষ্কারের পেছনে যে মানুষটির নামটি চলে আসে তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আর নিচের কথাগুলো তো কেবল তাঁকেই মানায়, ‘ভারতের কোনও বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি হে আর্য আচার্য জগদীশ’- রবীন্দ্রনাথ ঠাকুর ‘জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত’- আলবার্ট আইনস্টাইন। আর এ মহান বিজ্ঞানীকে ঘিরেই বইটির ঘটনা।