১০ বছর বয়সের সাহসী মেয়ে তুতুন। ঘোড়া ছুটিয়ে যায়। তার ঘোড়ার নাম শ্যামসুন্দর। স্বাস্থ্যবান টগবগে ঘোড়া। গায়ের রঙ কালো। ঘনঘোর কুচকুচে কালো। কপালে একটুখানি সাদা ছোপ। দেখতে চাঁদের মত লাগে। তুতুন তার ঘোড়া নিয়ে ঘোড়দৌড়ে অংশগ্রহণ করে। ঘোড়দৌড়ে নামা তুতুনের জন্য সহজ হয়নি। সমাজের কিছু মানুষ এটা মেনে নিতে পারেনি। তুতুন তার আত্মবিশ্বাস আর সাহসে সমাজের সেই বাধা অতিক্রম করেছে। মানুষজনের চিৎকার চেঁচামেচির ভেতর শ্যামসুন্দর পেছন থেকে ছুটে এল। তুতুন তার লাগাম চেপে ধরে পিঠের ওপর টান হয়ে শুয়ে পড়েছে। বাতাসে তার চুল উড়ছে। শ্যামসুন্দর লাফিয়ে উঠল সামনে। সব ঘোড়াকে ছাড়িয়ে সে ছুটে চলে এসেছে। মানুষজন আবার হৈ হল্লা শুরু করেছে। তারা যেন এতক্ষণ দম বন্ধ করে ছিল। এখন বুকভরে বাতাস টেনে নিয়ে আনন্দে চিৎকার করছে। শ্যামসুন্দর ঘোড়দৌড়ে প্রথম হয়েছে।
চমৎকার কাহিনী
Read all reviews on the Boitoi app