'যেন হিপনোটাইজড হওয়াটা মানসিক দূর্বলতার লক্ষণ আর না হওয়াটার মধ্যে বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রমাণ লুকিয়ে আছে। কিন্তু না,একেবারেই না।সম্মোহনের ক্ষেত্রটা আদৌ কোনো যুদ্ধক্ষেত্র নয়। কাউকে সম্মোহন করা যাবে কি যাবে না সেটা কোন চ্যালেঞ্জের বিষয় নয়,জয় পরাজয়ের বিষয়ও নয়।সম্মোহনের কথার সঙ্গে গা-ছমছমে ভয় মিশে গেছে,বোধহয় একে নিয়ে প্রাচীনকাল থেকে নানা অপপ্রয়োগের ফলে।সম্মোহন কিন্তু আমাদের জীবনে প্রতিদিনই ঘটে চলেছে।কেননাা আমরা সম্মোহিত হচ্ছি ,অন্যদের সম্মোহিত করছি,নিজেদের অজান্তে।আমাদের প্রতিদিনকার আবেগ যুক্তি আর বিবেচনার সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলেছি কমবেশি সম্মোহন প্রক্রিয়ার মধ্য দিয়ে।'