দেশে ফিরে জাফরের তার স্বপ্নের বাড়িতে উঠার জন্য তরই সইল না। দুটো দিন মা-ভাই-বোনদের সাথে থেকেই সে গ্রামের পথে রওনা দিল। ১ম রাতেই জাফর শুনতে পেল অশরীরী এক কন্ঠস্বর। আচমকাই উড়ন্ত বালু থেকে রূপ নেয়া ভয়ংকর অবয়বের হিসহিসানি 'জাফর' শব্দে রূপান্তর ঘটে এবং বালু-শরীর থেকে প্যাঁচানো সাপের মতো একটি অংশ দ্বারা আক্রান্ত হয়ে জাফর জ্ঞান হারায়। এরপরও কি জাফর তার স্বপ্নের বাড়িতে অবস্থান করবে!? জানতে চাইলে পড়ুন 'ভয়াল বাড়ি' নামের সম্পূর্ণ গল্পটি।