শ্রেষ্ঠমানব গ্রন্থটিতে নবিজীবনের প্রতিটি দিক সংক্ষেপে, সহজে ও স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। এতে মহানবির বংশপরিচয়, শৈশব, কৈশোর, নবুওয়াত, দাওয়াত, মুজিজা, হিজরত, যুদ্ধ-সন্ধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। চিত্রিত করা হয়েছে নবিজির দাওয়াতের সূচনা থেকে সমাপ্তির সারাংশ। এ ছাড়া বিদায়হজের ঘটনা, নবিজির ব্যক্তিত্ব, চারিত্রিক গুণাবলি নিয়েও আলোকপাত করা হয়েছে। সর্বোপরি এই গ্রন্থে সিরাতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। চেষ্টা করা হয়েছে পাঠক যেন নবিজীবনের বিশেষ দিকগুলো অবহিত হয়ে অনুভবের গলিপথ পেরিয়ে অনুকরণের দরজায় গিয়ে দাঁড়াতে পারে।
অসাধারণ ❤️
Read all reviews on the Boitoi app