ক্যাডেট কলেজের শিক্ষার্থী হওয়ায় সামরিক আবহে কৈশোর কাটিয়েছেন। ৮০'র দশকে ঘটনাবহুল সময়ে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। বর্তমানে প্রবাস জীবন কাটানো অবসরপ্রাপ্ত মেজর সাইদুল ইসলাম নিজের ক্যাডেট, ট্রেনিং ও সেনাজীবনের স্মৃতিচারণ করেছেন 'জেনারেলদের সাথে' বইতে। বই লেখা সম্পর্কে ফেসবুকে নিজের ওয়ালে তিনি বলেছেন- "গভীরভাবে কিছু না ভেবেই বছর কয়েক আগে জেনারেলদের সাথের একটি পর্ব লিখে ফেসবুকে দিয়েছিলাম। অভাবনীয় সাড়া পেলাম। পাঠকের উৎসাহে আরও কয়েকটি পর্ব লিখলাম, তারপর ঘুম। আর লিখতে ইচ্ছে করে না। লেখা আমার কাছে কথা বলার মতো, আড্ডা মারার মতো একটা ব্যাপার। যখন যা ভাল লাগে লিখি। আড্ডার যেমন নির্দিষ্ট কোনো বিষয় থাকেনা। শেষ হলেই শেষ, জেনারেলদের সাথে লেখার অবস্থাও তেমন হলো। আর লিখতে ইচ্ছে করছিলো না। লিখছিলাম না। কিন্তু ইনবক্স ভারী হতে থাকল। অনেকে বললেন, আমরা একজন সামরিক অফিসারের আত্মজীবনী ধরনের একটা বই চাই। পড়ে গেলাম আরও বিপাকে। আমার সারা জীবনে সাফল্যের চেয়ে ব্যার্থতা বেশি। মানুষ কোনো অসফল মানুষের জীবনী পড়তে আগ্রহী হয় বলে আমার মনে হয়না। আমার লেখার একটি বিশাল সমস্যা আছে। আমি বানিয়ে লিখতে পারিনা। যা আমি দেখেছি, বা অন্য কেউ দেখেছে, সেটাই হয়তো একটু বিষদভাবে লিখতে পারি, কিন্তু তার মধ্যেও কত ফাঁক-ফোকর থাকে। আমার দেখা আর আপনার দেখা তো একরকম “না-ও হতে পারে”। ওই “না-ও হতে পারের” সামান্য সম্ভাবনার কথা ভেবে লেখা শুরু করলাম। ভাবলাম মানুষ হয়তো অমিলটুকুই মিলিয়ে দেখতে চাইবে। অবাক হয়ে গেলাম যখন দেখলাম পাঠকরা মিলটুকুই মিলিয়ে দেখছেন। অনেকের কাছে এটি তাদের নিজস্ব গল্প মনে হচ্ছে। এর আগে এক বই মেলায় প্রকাশিত ‘বেঙ্গল রেজিমেন্টের যুদ্ধযাত্রা ১৯৭১’ প্রকাশিত হবার পর, আমার পরিচয় হয় প্রকাশক আবু বকর সিদ্দিক রাজু’র সাথে । শখের বশে হুট করে একটি বই (ভারত ভ্রমণের দিনলিপি) প্রকাশ করে তিনি পেশাদার প্রকাশক হবার স্বপ্ন দেখছেন। তাঁর এপ্রোচ, সরাসরি কথা বলা এবং কাজের ধারা দেখে নতুন প্রজন্মের প্রতি আমার আস্থা বেড়ে গেল। আমি তাঁকে পাণ্ডুলিপি দেব বলে কথা দিলাম। কিন্তু নানান ঝামেলায় আবার লেখা বন্ধ হয়ে গেল। রাজুর তাগাদায় লেখাটি আপাতত শেষ হয়েছে, অনেক কথা বাকি রেখে। থেমে থেমে লেখার সবচেয়ে বড় অসুবিধা লেখাটির মেজাজ এবং গতি ঠিক রাখা। সেটি ঠিক রাখার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি সে বিচার আপনাদের হাতে।" খুব সহজ শব্দে, সুখপাঠ্য ভঙ্গিমায়, দৈনন্দিন ঘটনাপ্রবাহের ঘনঘটায় জীবনের গভীরতা উঠে আসে সাইদুল ইসলামের লেখায়। জেনারেলদের সাথে বই গভীর জীবনের এমন এক সরল প্রকাশ।
বইটি পড়ে সেনাবাহিনীর অফিসার হবার প্রক্রিয়া থেকে চাকুরীকালীন অনেক প্রচলিত কাস্টমস সম্বন্ধে ধারনা পাওয়া যায়। জানা যায় প্রেসিডেন্ট জিয়া মারা যাবার পর সামরিক বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোভাব। তবে একি সাথে একজন সেনাবাহিনীর অফিসার হিসেবে লেখকের সিরিয়াসনেসের অভাব, সব কিছু হালকা ভাবে নেবার প্রবনতাটা দুঃখজনক।
Read all reviews on the Boitoi app