গল্পটির মূল চরিত্র একটা বাচ্চা ভূতকে কেন্দ্র করে। গল্পের লেখকের সাথে তার পরিচয় ঘটে হঠাৎ করেই। রাতের যে সময়টাতে মেয়েটির সাথে লেখকের দেখা হয় তখন ছিল প্রচন্ড বৃষ্টি। তারপর লেখকের সাথে সেই বাচ্চা মেয়েটির মাঝে মাঝে দেখা হতে থাকে। লেখক তার লেখনীতে ফুঁটিয়ে তুলতে চেয়েছেন সেই বাচ্চা মেয়েটির জীবনের নানান ঘটনা, সাথে আমাদের মানুষের নৃশংসতার দিকও ফুঁটে উঠেছে তার লেখায়।
গল্পটা অনেক ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
এক কথায় অসাধারণ।