এই বইটা পড়া শেষ করেও যদি আপনি মনে করেন আপনি স্মোকিং চালিয়ে যাবেন তাহলে এই পৃথিবীর কোনো কিছুই আপনার এই অভ্যাস ছাড়াতে পারবে না। আপনাকে বইটি পড়ার সময় স্মোকিং করা বন্ধ রাখতে হবে না। তবে আপনি এই অভ্যাস চালিয়ে যাবেন নাকি বন্ধ করবেন, সেই সিদ্ধান্তটা বই পড়া শেষ করেই গ্রহন করতে পারেন। একটা কথা মনে রাখবেন, কোনো প্রকার শক ট্রিটমেন্টই আপনার এই বদঅভ্যাস পরিবর্তন করতে পারবে না। তবে আপনার জন্য আমার কাছে একটা ভালো সংবাদ আছে। আপনি কি সেটা কোন ভাবে কল্পনা করতে পারছেন?
হ্যা সত্যি বইটা, কারো সিগারেট এর প্রতি আসক্ত কমাতে ও সিগারেট এর ফাদ সম্পর্কে বোঝাবে, কিন্তু সব কিছু নিজের ওপর,। ফাইট ফর লাইফ।
Read all reviews on the Boitoi app
ধন্যবাদ জানাচ্ছি যিনি এই বইটি এত সুন্দর করে লিখেছেন আমি এই বইটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি ধন্যবাদ লেখক কে এলেন কার্সকে আপনাকে স্যালুট জানাই এত সুন্দর একটা বই লেখার জন্য। Many many thanks for you! 💟☺️
বইটিতে আরো কারেকশন দরকার ও শব্দ চয়ন আরো ভালো হতে পারতো।
Best