নামটাই একটা ধাক্কা দেয়। সেরা বিষয়টা তো আপেক্ষিক। বাছাই করা যায় নাকি! তা বাছাই করা যায় না। তবু কিছু প্রিয় লেখা থাকে। যেগুলো লিখে মনে হয়, ভালো কিছু একটা হয়েছে বোধহয়। আমারও কিছু লেখার ক্ষেত্রে এমন হয়েছে এবং সেগুলোর বেশিরভাগই পাঠক সমাজে গিয়ে নিদারুণ ব্যর্থ হয়েছে। খেয়াল করে দেখেছি, আমার যেটা ভালো মনে হয় মানুষের কাছে সেটা সেরকম মনে হয় না। আর এই বৈপরীত্যের কারণে কঠিন বাছাই কাজটা আরেকটু কঠিন হয়ে যায়। কিন্তু ভেবে ভেবে সেটাকেই একটা সুবিধা বানিয়ে নিলাম। নিজের আর পাঠকদের পছন্দ- দুটো মেলালেই তো তালিকা করা খুব সহজ। এভাবেই নিজের প্রিয় আর পাঠকদের ভালো লাগা মিলেই 'সেরা সাত কিশোর উপন্যাস।' বইগুলো আলাদা আলাদাভাবে যখন বের হয় তখনই লেখকের তৃপ্তি বা পাঠকের ভালোবাসা পেয়েছিল। মিলিতভাবে তো সেটা আরও বেশি পাওয়ারই কথা।
খুব সুন্দর হয়েছে। প্রতিটা গল্পই অসাধারণ। খুব ভালো।
Read all reviews on the Boitoi app