পিতার বিশ্বাসঘাতকতার পর হঠাৎ সর্বস্ব হারানো লুনা, দিনার জন্য সমাজের পরিচিত প্রিয় মুখগুলো ভীষণ অপরিচিত হয়ে উঠল। আঁকড়ে ধরার মতো খড়কুটোর সন্ধানও গৃহহীন দু'বোন পাচ্ছিল না। ঠিক তখনই তাদের পরিত্রাতা হিসেবে সামনে এসে দাঁড়াল, সমাজের নষ্ট মেয়ে খ্যাত নায়লা। এই স্বার্থপর সমাজ যার নামটা পর্যন্ত বদলে দিয়ে লায়লা বানিয়ে দিয়েছে। যার পরিচয় এখন, 'ভাড়ায় খাটা লায়লা'! আর নায়লাকে এই অপমানজনক পরিস্থিতিতে ফেলে পালিয়ে যাওয়া কাপুরষ পল্লব, আজ সমাজের কাছে আদরনীয়, প্রতিষ্ঠিত এক চরিত্র! সত্যি বড়ই অদ্ভুত এই সুশীল সমাজ! নায়লার বাড়িতে শুরু হয় দুই বোনের জীবনের নতুন অধ্যায়। নায়লা তাদের নতুন করে বাঁচার আর স্বপ্ন দেখার সাহস জোগায়। যে সমাজের পরিচিত মুখগুলো লুনা, দিনার দায়িত্ব নিতে অপারগ ছিল, তাঁরাই এবার লুনা, দিনার কপালেও নায়লার মতো 'নষ্ট মেয়ের' সিলমোহর মেরে দেয়! পদে পদে প্রতিবন্ধকতা, অপমান আর অসহায়ত্বকে জয় করে লুনা সামনে এগিয়ে যাওয়ায় বদ্ধপরিকর হয়। সমাজের কিছু মুখোশধারীর, খেয়ালের বশে দেওয়া 'নষ্ট মেয়ে' খেতাব মাথায় নিয়ে, দুর্দান্তভাবে এগিয়ে চলে সাহসী লুনা। কিছুটা ভিতু ও আত্মকেন্দ্রিক দিনার স্বপ্নগুলোকেও সে হারিয়ে যেতে দেবে না। বোনকেও সে স্বপ্ন দেখায় উজ্জ্বল আগামীর। এই সমাজেরই এক চরিত্র দিপু, লুনা, দিনার পাশে দাঁড়াতে গিয়ে নিজের পরিবারের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে। দিনাকে সে অন্ধের মতো ভালোবাসে। কোনও কিছুর বিনিময়েই সে দিনার হাত ছাড়তে রাজি নয়। নানা ঘাত-প্রতিঘাতে এগিয়ে চলা কাহিনিতে লুনার জীবনেও দুই পুরুষের আগমন ঘটে, নবীন আর ইফতি। যারা দু'জনেই লুনাকে ভালোবাসে, নিজের করে পেতে চায়। নানা ঘটন-অঘটনের ভেতর দিয়ে এগিয়ে চলে 'নষ্ট মেয়ের উপাখ্যান'।
জীবনের উত্থান পতনের অনেক মুহূর্ত আর অনুভূতিগুচ্ছ নিয়ে চমৎকার লেখা। লেখার জন্য শুভকামনা।
Read all reviews on the Boitoi app
Khub shut
চমৎকার একটি উপন্যাস। লেখিকার অন্য লেখাগুলোর মতই সাবলীল আর দুর্দান্ত। অনেক শুভকামনা লেখিকার জন্য। ❤️
A decent but strong novel highlighting the injustice toward women in the society. The author has amazing skills in zooming to the main issue. A well structured and well spelled "porichchonno" writeup!