তনু কাকার প্রথম চারটি অভিযান নিয়ে তনু কাকা সমগ্র-১ আছে। এবারের সঙ্কলনে একীভূত হয়েছে পরের পাঁচটি বই। এই অসাম্যের কারণ পার্ল পাবলিকেশন্স চাচ্ছে তনু কাকার সব বই যেন তাদের কাছে থাকে। গত বছর থেকে তনু কাকার নতুন বই প্রকাশ করছে তারা, প্রথম চারটি বইয়ের সঙ্কলনও আছে তবু একটা ঘাটতি রয়ে যায়। পাঠকদের কেউ কেউ সব বই একসঙ্গে চাইলে তাদের মাথা চুলকে বলতে হয়, 'কিছু বই আমাদের কাছে নেই। পুরনো প্রকাশনীতে দেখুন।'বইমেলার সময় পাঠকদের এমনিতেই বিস্তর ঘোরাঘুরি করতে হয়। নতুন ঘোরাঘুরির প্রস্তাবে তাঁরা প্রীত হন না। নিজেই স্টলে বসে কয়েকজনের বিরক্ত চেহারা দেখেছি আর তখনই মনে হয়েছে পুরো সিরিজটা একীভূত করা দরকার। এক জায়গায়, একসঙ্গে সব পাওয়া যাবে এমন ব্যবস্থা। সেই ব্যবস্থার অংশ হিসেবেই এই দ্বিতীয় খণ্ড। দশ নম্বর থেকে সিরিজের নতুন সব বই পার্ল পাবলিকেশন্স থেকে বের হবে, সেই হিসেবে মাঝখানের পাঁচটি বই-ই তাদের সংগ্রহের বাইরে থাকে। সমগ্রের দ্বিতীয় খণ্ড দিয়ে এই সমস্যা দূর করা হলো। বন্ধু, সাংবাদিক, প্রকাশক রাজীব নূরের তাড়ায় হুট করে যে সিরিজটি শুরু হয়েছিল সেটা যে এতদূর চলে আসবে ভাবিনি। ভাবিনি তন্ময় চৌধুরী ওরফে তনু কাকা কিশোরদের এমন ভালোবাসা পেয়ে যাবেন। যন্ত্রের চলতে লাগে জ্বালানি, মানুষের লাগে ভালোবাসা। সেই ভালোবাসার পাখায় ভর দিয়ে উড়ে চলছেন তনু কাকা।